হয়েছে নাকি সোনার বাংলা?
চলোনা দেশের খাতে দেখি,
মুখে বলে চেতনা আমার
তার কাজের বেলায় মেকি।


বঙ্গবন্ধুর স্বপন ছিল
একটা সোনার বাংলা হবে
গরীব দুঃখীর দুঃখ মুছে
আর আসবে সুদিন তবে।


চাষার সন্তান চাষা হচ্ছে
হ্যালো কোটার বৈষম্য সুরে,
দুর্নীতি আর ক্ষমতা যার
তার সুখের পায়রা উড়ে ।


সততা এখন আস্থা হীন,
স্বাধীন দেশে যায়কি মানা,
শত্রু গেছে এই দেশ ছেড়ে
কারাই এখন দিচ্ছে হানা।