ভেঙে দেয়া যত সহজ
গড়া এত সহজ না,
পুতুল ভাঙো খেলার ছলে
পুতুল কভু মানুষ না।
ভাঙা গড়া ইচ্ছে তোমার
আমার জানা ছিলনা


আগে যদি জানতাম আমি
গড়তে তবু দিতাম না
গড়ার আগে ভেঙে দিতাম
অশ্রু চোখে নিতাম না।
তাহার মাঝের ভালবাসা
প্রাণটা ভরে দিলনা।


তোমার নিয়ে মনের ভেতর
গড়ে ছিলাম স্বপন
কোথায় গেল প্রেমের বীজটি
করছি কোথায় বপন।

সারা জীবন দুখের কলসে
পানি রাখব আমি,
আমরা অবুঝ মনকে বলব
কত তুমি দামি।
হীরা সোনা টাকার পয়সা
হয়না তোমার তুলনা।
কত আপন ছিলাম আমি
জানো নাহি ললনা।