মিষ্টি প্রেমের মিষ্টি মেয়ে তুমি
বোধহয় চাঁদ হয়ে উঁকি দিয়েছিলে
আমার হৃদয়ের আকাশে, আলোয় প্লাবিত করেছিলে আমার মন।
স্বপ্নে পাওয়া রাজকন্যার মতো
তুমি উর্বশী হয়ে এসেছিলে একাকী
আমার হৃদয়ের প্রাসাদে, ভরিয়েছিলে আমার যৌবন।
বিকেলের মিষ্টি রোদের ন্যায়
এক পশলা আনন্দের অনুভূতি
তুমি ছিটিয়ে দিয়েছিলে আমার মনে-প্রাণে।
শ্রাবণের মেঘের ডাক হয়ে
তুমি এসেছিলে আমার জীবনে
হয়ে উঠেছিলে তুমি আমার হৃদয়ের স্পন্দন চিরজনমের তরে।
শরতের সকালে
শিশিরের স্ফটিকের ন্যায়
হীরকময় দ্যুতির ঝলক দিয়ে তুমি আলো করেছিলে আমার জীবন।
চাঁদনি রাতে
যেন স্বর্গের অপ্সরা সাজে
তুমি বিমোহিত করেছিলে আমার হৃদয় ও মন।
বিশ্বাসের এক পসরা
ডালি সাজিয়ে আমি তোমার মাঝে
হারিয়ে গেছি বছর পাঁচেক আগে কোনো এক বসন্তের ক্ষণে।
আমি সাগরের ঢেউ গুনে গুনে
ক্লান্ত মনে যেন অপেক্ষা করছি তোমার জন্য
হাজার বছর ধরে কোনো জনমানবহীন সাগরতীরে।