ভালোবাসার অনন্ত সমুদ্র মন্থন করে চির বৈরাগী আমি
আল্লাহর অপার ঐশ্বর্যের ঝলক হৃদয়ে ধারণ করে মহাত্মা আমি
আমিই কালের অনন্ত গভীরে লুকিয়ে থাকা মণি মুক্তার খনি
আমিই আমাতে লীন হয়ে প্রতিদিন শুনি পরমাত্মার ঐশী বানী
যে বানীর প্রতিটি কথা ঝর্না হয়ে প্রবাহিত হয় আমার কালবে
মথিত হয় আমার অন্তরাত্মার প্রতিটি কোটর
শানিত হয় আমার বিবেক বুদ্ধি জ্ঞানের চিন্তা ও দর্শন
বিকশিত হয় আমার হৃদয়ের লালগালিচা
অচিরেই আমি হারিয়ে যাই ঐশী জগতে
ছাড়িয়ে যাই স্থান কাল ও পাত্রের ঊর্ধ্বে
যেখানে স্রস্টা ও সৃষ্টির মিলনে প্রতিভাত হয় পরম সত্যের গুঢ় রহস্য