উর্বশীর রূপ দেখে কখনোই বিচলিত হয়নি মন,
অপ্সরার চাহনিতে হয়নি অভিশপ্ত যৌবন।
কাটেনি পঙ্কিলতার মাঝে জীবনের আধাবেলা,
খাটেনি আমার উপর শয়তানের ছলাকলা
বরং অজস্র বাধাবিপত্তির কালো ছায়া পেরিয়ে
জীবনের বহু চড়াই-উতরাই ডিঙিয়ে
আমি পৌঁছে গেছি সফলতার অন্তহীন দিগন্তে
যেখানে প্রতিদিন উদিত হয় ভালোবাসার রক্তিম সূর্য,
জোছনার রাজসিক আলেয়া
যা একদিন বিলীন হবে কালের গর্ভে,
থেকে যাবে কিছু স্মৃতি, কিছু কথা
মহাকালের সাক্ষী হয়ে।