অনন্ত প্রেমের রাজ্যে বিষাদের ঘন কালো ছায়া
হতাশার গ্লানি পাল তুলে পৌঁছে যায় অনাসক্তির চূড়ায়
বিরহের সুরমূর্ছনায় ঝংকৃত হয় চারপাশের আকাশ বাতাস
হৃদয়ের আকুতি আবদ্ধ হয়ে পড়ে মনের চৌহদ্দিতে


তবুও জেগে থাকে আশার আলো নিবুনিবু
ভরসার কাঁধে পাল তোলে মুমূর্ষু মাঝি
মরাগাঙে ঢেউ জাগে নবজীবনের আকাঙ্ক্ষায়
যেন ধু ধু মরুভূমির মাঝে বহুদিন পর মেলে মরূদ্যান


আবারো উৎকণ্ঠার রঙিন আবেগে সাজে মন
প্রণয়ের বিউগলে মুখরিত হয় চারিদিক
মনের ভাঁজে ভাঁজে মেলে কৃষ্ণচূড়ার লাল , কমলা ও হলুদ রঙ
চেয়ে দেখি তুমি পাশে শুভদৃষ্টির অপেক্ষায়