পার হয়েছে গভীর তিমির রাত্রি
কাটল দিন মাস বছর,
কেন অবশেষে দিলে দেখা তুমি
অস্থির করলে আমার এ অন্তর।
মনের আগুন উসকিয়ে দিয়ে
গলায় তুমি আমায় পরালে প্রেমমালা,
আবারও হৃদয়ে বাড়ালে অনন্ত জ্বালা।
দিনে দিনে বেড়েছে রাগ-অনুরাগ
হৃদয়ে বেড়েছে টান,
ব্যবধান কমেছে সময়ের প্রহরে
তবু বিরহ ছাড়েনি পিছুটান।
না করলে স্বীকার প্রণয়ের আখ্যান
হৃদয় ভেঙে হবে খানখান।
সখি কেমনে সইব বলো,
মন যে আমার পুড়ে হবে শ্মশান।
হতে কি পারবে তুমি নির্মম কঠোর
বিবেকহীন একজন মানুষ?
পারবে কি তুমি হতে আবেগশূন্য
মেকি ভালোবাসায় গড়া ফানুস।
বিশ্বাসের ঢেউয়ে লাগবে ভাটা
মানুষ হবে কিন্তু একদিন অমানুষ।
কেটেছে সময় অনেকটা বটে
হৃদয়ে হয়েছে সাময়িক রক্তক্ষরণ।
তবুও ধরেনি চিড় মজবুত ভালোবাসায়
হয়নি অস্থির কোমল দুটি মন।
রেখেছে ধরে রেশমি ভালোবাসা
বুকের মাঝে আজীবন।
আমি সঁপেছি তোমাকে
এ কায়-মন-প্রাণ,
হারানোর আছে কী আমার
তুমি বলে দাও জানেমান।
তোমাতেই সুখ তোমাতেই শান্তি
স্থিত তোমাতেই আমার জীবনের যত আশা।
বিশ্বাস আমি আজও তোমাকেই করি
নয় এটা আমার অন্ধ ভালোবাসা।