সেদিনের কথা আজও আমার মনে পড়ে,
পুকুরপাড়ে গাছের নিচে ছিলাম আমি দাঁড়িয়ে আনমনে,
হঠাৎ এক অপ্সরা এসে দাঁড়াল আমার সামনে।
আমি বিস্ময়ে ছিলাম তাকিয়ে তাঁর চাঁদমুখের দিকে
চারিদিকে কত লোক তাকিয়ে আমাকে দেখছিল হেসে হেসে।
আমিও ছিলাম এতটাই বোকা বুঝতে পারিনি মোটেই,
মনে ভালোই লাগছিল, হালকা হাসির রেখা
ফুটে উঠেছিল আমার ঠোঁটেও।
অজানা ভালোলাগা আমাকে করেছিল গ্রাস,
মনের মাঝে আমি কখনও অনুভব করিনি ত্রাস।
অনুভবের ডালপালা দিনে দিনে বেড়েছে বেশ,
কালের সীমায় পৌঁছে আমি হয়েছি নিঃশেষ।
ভালোবাসা, ভালোলাগা কখনও এক বিষয় নয়
ভুলের সাগরে সাঁতার কেটে অবশেষে বুঝেছি নিশ্চয়।
কিন্তু আবেগ বড়ই জ্বালায় আমাকে প্রতিদিন
মনকে আমি বোঝাই জীবনটা ছেলেখেলা নয়,
নয় জীবনটা রঙিন।
এখন অনেক বুঝি জীবনের দাম অনেক বেশি,
প্রেম-ভালোবাসা নিয়ে জীবনে চলে না রেষারেষি।
প্রেম স্বর্গীয় অমূল্য রতন-কপালে থাকলে জুটবেই একদিন,
মনের মতো মনের মানুষ পেলে জীবন হবে স্বর্গ প্রতিদিন।
আমি প্রেমের অনলে জ্বলতে চাই, পুড়ে হতে চাই ছারখার,
প্রেমের সাগরে আমি সারাজীবন আমি খেতে চাই হাবুডুবু-
চাই না থাকতে আমি বেকার।