আত্মদহনে ক্লান্ত আমার অন্তরআত্মার পূর্ণভূমি
ব্যাকুলতার চরে আটকে গেছে মনের আবেগ উচ্ছ্বাস
ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে জীবনপ্রদীপের ঔজ্বল্য
পৌঢ়ত্বের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে জীবনের গল্প
তবুও থেমে নেই আমার নিরন্তর পথচলা
চুপিসারে মনের কথা মনকে বলা
জৌলুস হারায় নি জীবনের রঙমহল
সময়ের প্রয়োজনে জীবনতরী হয়তো থাকবে আমরণ
এভাবেই ধন্য আমি
পূর্ণ আমি
অনন্য আমি
ইতিহাসের সাক্ষী হয়ে আমি থাকবো চিরকাল