নান্দনিক সভ্যতার ঐশ্বর্যময় স্রোতে গা ভাসিয়ে
আটপৌরে জীবনের বর্ণিল চড়াই উতরাই ডিঙিয়ে
আমি ভেসে চলেছি বন্ধনহীন জীবনের এক অনির্দিষ্ট গন্তব্যে
যেখানে সময়ের প্রয়োজনে ধুয়ে মুছে যায় বার্থতার যত ফিরিস্তি
বিদূরিত হয়ে যায় অভিশপ্ত জীবনের তমানিশার অন্ধকার
বিবর্ণ হয়ে যায় দুঃখ ও কষ্টের স্মৃতির কথামালাগুলো
শুধুই বেঁচে থাকে জীবনের রসবোধ যৌবনের মণিকাঞ্চনে
জেগে থাকে স্বপ্নের তারকারা রাত্রির প্রহর গুনে গুনে
খুলে যায় অদম্য ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রবেশদ্বার
এমনিভাবে কালের অন্তিম সীমা পেরিয়ে
অন্তঃমুখী জীবনের বহু সমীকরণ এড়িয়ে
জীবন আমাদেরকে নিয়ে চলে অদৃষ্টের অন্তহীন দিগন্তে