অনুভবের হাজারো ডালপালায় ইচ্ছা ও আকাঙ্ক্ষার বাহারি রঙের হাতছানি
যান্ত্রিক নাগরিক সভ্যতার দূষিত বাতায়নে মানবতার চরম নিষ্পেষণ
হিংসা ও বিদ্বেষের ডামাডোলে পরশ্রীকাতরতার ভয়াল বিষবাষ্প
কালের চৌহদ্দি পেরিয়ে ক্ষুৎপিপাসার জগতে সত্য ও সুন্দরের বিচরণ
সবকিছুই ঘটে চলেছে সময়ের তালে তালে
হয়ে চলেছে ধ্বংস ও সৃষ্টির খেলা নিয়তির বেড়াজালে
তবুও থেমে নেই স্বপ্নের মিলনমেলায় নিজেকে ভাবা
অন্তরের সবটুকু সৌন্দর্য্য দিয়ে নতুন পৃথিবী আঁকা
কমে না বাসনার সাতরঙে নিজেকে রঙিন করা
থামে না কামনার আগুনে নিজেকে ছারখার করা
বরং পরিস্থিতির হাজারো মুহূর্তকে সাক্ষী করে
তীব্র মানসিক জ্বালা যন্ত্রণার পৌন:পুনিক মাত্রা দিয়ে
জীবন আমাদেরকে নিয়ে চলেছে অন্তহীন আধ্যাত্মিকতার দ্বারপ্রান্তে