অস্তিত্বের ক্ষণে ক্ষণে অপরাগতার প্রসাদ
নিঃশ্বেষ করে ফেলে আমার অন্তরাত্নার স্বর্গীয় কুঠির
নির্লিপ্ত মনের প্রতিটি কোটরে
দোলা দিতে থাকে বৈরাগ্যের করুণ বাঁশি
সময়ের সন্ধিক্ষণে অনুভূত হয়
মানব সেবার রঙ্গিন দর্শন।
তবুও হাহাকার বঞ্চনা ও ক্ষোভের কালো অধ্যায় ছাড়িয়ে
দুঃস্বপ্নের ভয়ঙ্কর কালো রাত্রি পেরিয়ে
হৃদয়ের মাঝে আল্লাহপাকের ঐশী শক্তি জ্বালিয়ে
আমি এগিয়ে চলেছি
বিমুগ্ধ বিস্মৃত নয়নে।
এগিয়ে চলেছি শঙ্গাহীন দৃঢ়চিত্ত মনে
ভাবনার গভীরে, অনন্ত যৌবনে
অতি নির্জনে।