রাতের নীরব গভীরতায় চাঁদের অমলিন রাজসিক হাসি
হৃদয়ের অতলান্ত গভীরতায় আবেগ উৎকণ্ঠার ঢেউ
ধৈর্য্যের কঠিন পরীক্ষায় অভাবনীয় ঈশ্বর বন্দনা
বিলাসী জীবনের সায়াহ্নে আক্ষেপের করুণ সুর  
সবকিছুই ছাপিয়ে গেছে জীবনের ভাঁজে ভাঁজে
নীরস জীবনকে বর্ণিল করেছে সকাল দুপুর সাঁজে
যেখানে জীবনের বাস্তবতায় হারিয়ে গেছে মান অভিমান
ভেসে গেছে লজ্জা ও ঘৃণার সুকোমল অভিব্যক্তি  
শুকিয়ে গেছে হিংসা ও বিদ্বেষের খরস্রোতা নদী
একরাশ ভালোবাসা ও ভালোলাগার মুগ্ধতা ছড়িয়ে
ঐশী জগতের সত্য ও সুন্দরের ভাবনায় নিজেকে মুড়িয়ে
আমি ছুটে চলেছি নবযৌবনের হিল্লোলে মথিত জীবনের দ্বারপ্রান্তে