সাধনার হাজারো মঞ্জিল পেরিয়ে
পিপাসা ও ক্ষুধার জগত এড়িয়ে
আমি ছুটে চলেছি অনন্তজগতের খোঁজে
চিরায়ত সত্যের সন্ধানে
যেখানে প্রতিদিন গোলাপের সুঘ্রাণে মাতে মন
স্বর্গীয় পরশের বারিসম্পাতে অভিষিক্ত হয় হৃদয়ের আঙিনা
প্রশান্তির চাদরে সারাক্ষণ মুড়ে থাকে তৃষিত আত্মা
অতৃপ্তি ও অপূর্ণতা ঢাকা পড়ে যায় মহিমান্বিত বসন্তের ছোঁয়ায়
ভেসে যায় মন
খুলে যায় বিবেকের দ্বার
যে দ্বারে বসে জীবনের  অঙ্ক কষে কষে
আমি নিজেকে সামিল করি মহামানবের সাগরতীরে
যেখানে বেদনার নীল রঙ কাড়ে না দৃষ্টি
অশান্তির ডামাডোলে টলে না মন
দুঃখের সাগরে থেকেও প্রাণবন্ত দেহমন
পরশপাথরের এই ছোঁয়া হৃদয়ে ধারণ করে
পার্থিব জগতের বহু হিসাব , কসরত  সয়ে  
আমি একটু একটু করে এগিয়ে চলেছি মহাসফলতার অন্তহীন দিগন্তে