জীবন,
হায়রে জীবন!
জন্ম ও মৃত্যুর মাঝে এক সেতুবন্ধন,
দুটি নির্মম সত্যের মাঝখানে
কিছু সময়ের ব্যবধানে পৃথিবীতে বিচরণ।
কিন্তু কোনো চিন্তা নেই
কোনো ভাবনা নেই
আছে শুধুই মায়া।
মায়ার জালে আবদ্ধ মানুষের
নিরন্তর ছুটে চলা
দুনিয়ার কাজে সকাল দুপুর ও সাঁজে।
শুধুই বেঁচে থাকার জন্য
কোথাও কোটি কোটি মানুষের যুদ্ধ ও সংগ্রাম।
আবার কিছু মানুষের
টাকা-পয়সা ধন-দৌলতের কমতি নেই,
আছে শুধুই অর্থসম্পদের প্রতি
সীমাহীন লোভ-লালসা
যার কোনো অন্ত নেই।
মাঝে মাঝে মনে প্রশড়ব জাগে :
দুনিয়াতে আমি কী পেলাম?
গভীর অন্তর্দৃষ্টির আলোয় অনুভব করলাম
আমি যতটুকু ভোগ করলাম, ওটাই আমি পেলাম।
বিরাট প্রশড়ব জাগে মনে :
মানুষ এত অর্থসম্পদ অর্জন করে কার জন্য?
আসলেই বোকামি!
চরম বোকামি!
সন্তান মানুষ হওয়ার জন্য গুণ লাগে,
অর্থসম্পদ লাগে না।
আমরা আসলেই রয়েছি
দুনিয়ার এক বড় মায়াজালে।
আসুন আমরা দুনিয়ার মায়া কাটাই,
সন্তানদের একটু শিখিয়ে পড়িয়ে
মানুষ বানিয়ে তুলি।
কারণ মানুষের বাচ্চাকেই মানুষ হতে হয়।
এটাই জগতের নির্মম সত্য!