আল্লাহর প্রেমের রাজ্যে পাপিষ্ঠ আত্মা আমি
নেয়ামতের সাগরে ডুবে থাকা নাফারমান বান্দা আমি
আমিই পরিত্রাণকারীর বেশে সুযোগসন্ধানী নরাধম
আমিই মানসম্মান হানির যাতনায় লুকিয়ে থাকা আদম
তবুও আমরাই জ্ঞানপাপী
জন্ম নিই বারে বারে এই দুনিয়ার পথ প্রান্তরে
ভাসিয়ে দেয়  নিজেদেরকে সভ্যতার গড্ডালিকা প্রবাহে
যেখানে ঈমান আমল চুরি হয়ে যায় স্নিগ্ধ শান্ত প্রভাতে
কখনো বা মনোমুগ্ধকর কোন চাঁদনী রাতে
চোখ ধাঁধানো বাহারি জীবনের নিলিপ্ততায়
আমরাই বারে বারে হারিয়ে যায় জীবনের উজান ভাটিতে
যেখানে কামনার আগুন বাসনার জ্বালা
ছারখার করে ফেলে আমাদের  অন্তরাত্মার লালগালিচা
সময়ের চোরাবালিতে হারিয়ে যায় মূল্যবোধ
নফসের দুদণ্ড প্রতাপে নৃত্য করে শয়তানের দল
জীবনের রঙমহলে নেমে হতাশা গ্লানি ও তমানিশার অন্ধকার
জীবন তার খেই হারিয়ে
অন্ধগলির চৌরঙ্গী পেরিয়ে হারিয়ে যায় অন্তহীন দিগন্তে
হটাৎ জ্যোতির্ময় আলোর ঝলকানিতে
ফিরে পায় পথচলার দিশা
অনুধাবন করে আল্লাহর ক্ষমারাশির অনন্ত সাগর
আল্লাহর বড়ত্বের শাশ্বত রূপ
যার স্বর্গীয় ছটা হৃদয়ে ধারন করে
দুনিয়ার বহু পরীক্ষা ও ফিরিস্তি পেরিয়ে
অবশেষে পৌঁছে যায় সফলতার সর্বোৎকৃষ্ট স্থানে
চিরস্থায়ী জান্নাতে