পার্থিব নাজ ও নেয়ামতের পশরা সাজিয়ে মায়াবী দুনিয়ার লোভনীয় হাতছানি
নফসানি খাসিয়াতের সাগরে ভেসে ভেসে পাপ পঙ্কিলতার রাজ্যে সফর
বিবেকের পুনঃপুনঃ দংশনে পবিত্রতার ভাঁজে বেঁচে থাকার করুণ আকুতি
কালের চৌহদ্দিতে বসে বসে শোষণ ও নিষ্পেষণের নামে মানবতার পাঠ
সবকিছুই ঘটে চলেছে সময়ের তালে তালে
হয়ে চলেছে পৌনঃপুনিক  বাস্তবতা সভ্যতার অদলবদলে
তবুও থেমে নেই মানুষের অবিরাম পথচলা
কল্পনার রঙিন আলপনায় মনের কথা প্রিয়জনকে বলা
বন্ধ নেই কামনার জ্বালাময়ী আগুন
বাসনার অন্তহীন ঢেউ
বরং জীবন তার পালা বদলে
চৌরঙ্গীর ট্র্যাফিক সামলে
এগিয়ে চলেছে বন্ধনহীন স্বর্গীয় জীবনের অন্তহীন দিগন্তে