তোমার শরাবি চোখের নেশায়
হয়ে যাই আমি পাগল, দিবানা।
তোমার হালকা হালকা কেশের শ্রাবণে
হয়ে যাই আমি সনম বেবাফা।
তোমার মনোমোহিনী রূপের আগুনে
জ্বলে পুড়ে হই আমি পুরো সারা।
তোমার অঙ্গে অঙ্গে স্বর্গীয় খুশবু
আমার হৃদয়মন আজ মাতোয়ারা।
তোমার চোখের একনজরে আমার
বুকে বাঁধে ইশকের তীর।
তোমাকে চক্ষের সামনে না পেয়ে
হয়ে যাই আমি পুরোই অস্থির।
তোমার মুক্তঝরানো হাসির মাঝে
হারিয়ে গিয়ে হই আমি কাবু।
তোমার ইশকের আগুনে ঝাঁপ দিয়ে
পাই না তল, খাই শুধু হাবুডুবু।
এ আদমের দশা বড়ই যে বেহাল
তুমি ছাড়া কাঙাল আমি, নেই কোনো গতি।
কখনোবা কাছে টানো, ঠেলে দাও কখনো দূরে
এটা তোমার মন না মতি।