ফাগুনের আগুন হাওয়ায় নফসের খায়েশ দেখে
জ্যোতির্ময় আলোয় উদ্ভাসিত মনে ঐশী সত্তার রং মেখে
আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি
বিরামহীন ক্লান্তিময় জীবনের গোধুলীলগ্নে।
কখনো বা চেহারা ঐশ্বর্য্য ফিকে হয়ে গেছে কালের পরিক্রমায়
নিটোল সুঠাম দেহে বা বেঁধেছে রেফা শোখের প্রাণ
যৌবন ধীরে ধীরে নিঃশেষ হয়েছে প্রণয়ের আলতো ধাক্কায়।
তবুও মাঝে মাঝে মনের স্নিগ্ধ কুটিরে খায়েশের ঢেউ জাগে
ফাগুনের বিমোহিত রূপ রেখে মন ভালোবাসার রং মাখে
সময়ের সাথে সন্ধি করে রঙ্গ করে কলির বার্ধক্য
জীবনের চোরাবালিতে বারেবারে প্রতিভাত হয় মহাসত্র
যৌবনের জ্বালা এক ভয়ানক ত্রাস।