আমি বিকিয়ে যায়নি ঘুণেধরা সমাজের কাছে
বিকিয়ে যায়নি বিবেকহীন মানুষের কাছে
নীতি আদর্শে আজীবন অবিচল থেকে আমি
বিকিয়ে যায়নি নীতিভ্রষ্ট পাপীদের কাছে
যায়নি বিকিয়ে আমি কালের গড্ডালিকা প্রবাহে
যায়নি হারিয়ে আমি অসুস্থ প্রতিযোগিতার আবহে
উদ্ভ্রান্ত মানসিকতার কাছে পরাজয়বরণ করে
হারিয়ে যায়নি আমি ধু ধু মরুভূমির বুকে
হতচকিত চোখে।
হারিয়ে যায়নি প্রাণহীন সমাজের কাছে
অসুস্থ স্থবির ভয়াল সমাজব্যবস্থার মাঝে
যে সমাজের পরতে পরতে ছড়িয়ে রয়েছে
নীতিবিবর্জিত আদর্শহীনতার কথা
যা মানবতার সূর্যকে ঢেকে রাখতে চায় অন্ধকারের গহিনে।
আমি সেই অন্ধকারে ডুব দিয়ে ছিনিয়ে আনতে চাই
মানবতার রক্তিম লাল সূর্যকে
যে সূর্যের আলোয় আলোকিত সমাজের বুকে
অপরের দুঃখ কষ্ট যন্ত্রণায় মানুষ কাতর হবে
মানুষে মানুষে পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক হবে
মানুষের কল্যাণে মানুষের দিল ও জান কুরবান হবে
অদৃশ্য ভালোবাসার বাঁধনে সম্পর্ক নতুন প্রাণ পাবে
যা ভাবতেই ভালোলাগার এক দারুণ অনুভূতি
আমার মনকে সহজেই ছুঁয়ে যায় গভীরে।
হৃদয়ে একরাশ ভালোলাগা অনুভূতির শপথ
আমি অসত্যের কালো ছায়া বিদূরিত করতে চাই
নস্যাৎ করতে চাই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কালো থাবাকে
শোষণের শৃঙ্খল থেকে উদ্ধার করতে চাই জাতির বিবেককে
আলোকিত করতে চাই দেশ সমাজ জাতিকে
আগামীদিনের শিশুর জন্য রেখে যেতে চাই
বনস্পতির শীতল ছায়া, যে ছায়ায় বসে
তারা হাসবে খেলবে সুখী সমদ্ধৃ পৃি থবীর স্বপ ড়ব দেখবে
যে স্বপেড়বর মায়াজাল আমাকে আচ্ছনড়ব করে রেখেছে চিরকাল।
আমি সেই স্বপেড়বর মায়াজালে বিভোর হয়ে
হারতে আসিনি জিততে এসেছি
ভাঙতে আসিনি গড়তে এসেছি
এই সমাজটাকে সুন্দর করে গড়তে এসেছি।