আমি চাই না মানুষ আমাকে মিছে ভালো জানুক
আমি চাই না মানুষ আমাকে মিছে ভালো বাসুক
অন্ধ আবেগের ভারে নুয়ে পড়ে
আমি চাই না কেউ আমাকে দেবদূত ভাবুক
আমি দেবদূত হতে চাই না
চাই না আমি কোনো অতিমানব হতে
আমি হতে চাই শুধুই মানুষ
যে মানুষ বাঁচার জন্য যুদ্ধ করে
একমুঠো খাবারের আশায়
একটু আশ্রয়ের আশায়
দিনরাত মেহনত করে
যে মেহনতি মানুষের দল ছড়িয়ে রয়েছে
এ বিপুলা পৃথিবীর পরতে পরতে।
মেহনত করে টিকে থাকা বড়োই কঠিন কাজ
সকলে মেহনত করতে জানে না
অনেকে জেনেও মেহনত করে না
তারাই মেহনত করে কিছু অর্জনের চেষ্টায় লিপ্ত আছে
যাদের মনে পাপ নেই
লালসা নেই
ভণ্ডামি নেই
আছে শুধুই বিশ্বাস
আত্মবিশ্বাস
আছে কর্তব্যনিষ্ঠা
ত্যাগতিতিক্ষায় ভরা শ্বাসপ্রশ্বাস।
ত্যাগে বিশ্বাসী হওয়া বড়োই কঠিন
সকলে ত্যাগে বিশ্বাসী হয় না
আবার ত্যাগের মহিমা জেনেও
অনেকে পালন করতে তা চায় না
আমি ত্যাগী মানুষ হতে চাই
আমি এ ধরণির নব্য কারিগর হতে চাই
আলোকিত করতে চাই এ ধরণিকে
বাসযোগ্য করে গড়ে তুলতে চাই এ ধরণিকে
যে প্রতিদিন রোদ ঝড় বৃষ্টি হয়
মেঘের বুক চিরে খনে খনে সূর্যের খেলা হয়
যে খেলা দেখতে ভিড় জমায় অগণিত মানুষের দল
যারা বাস্তবের পৃথিবীতে বসে স্বপড়ব দেখে
স্বপড়ব দেখে সুজলা সুফলা শস্য শ্যামলা ধরণির
স্বপড়ব দেখে জঞ্জালমুক্ত পৃথিবীর
যে স্বপেড়বর মায়াজাল সকলকে আচ্ছনড়ব করে রেখেছে চিরকাল।
তাং-২৬/১০/১৯ ইং, ঢাকা।