আমি জন্ম নেব বারে বারে
আমি জন্ম নেব এই দুনিয়ার পথেপ্রান্তরে
কালের পরিμমায় ভ্রমণ করে
আমি জন্ম নেব দেশ-দেশান্তরে
আমি নেব জন্ম শ্যামল ছায়ায়
জন্ম নেব অখ্যাত পাড়াগাঁয়
যেখানে আকাশের কোলে রোদ হাসে
মেঠো পথের ধারে মেলা বসে
যে মেলায় আনন্দের জোয়ার আসে
সেই জোয়ারে ভেসে ভেসে আমি ছুটে যায় অজানা দেশে।
অজানা দেশে পাড়ি দিতে কে চায়
অচেনা মনের মানুষ কে বিশ্বাস করে হায়!
তবুও আমি বিশ্বাসের ডালি সাজিয়ে
ভেসে চলি পথিকের বেশে দেশে দেশে
যে পথিকের মনে কোনো
চিন্তা নেই, ভাবনা নেই
ক্লেশ নেই, অবসাদ নেই
আছে শুধুই মন
সাহসী মন
যে মনে আছে
চিন্তার পাবন,
ভাবনার পাবন
আছে চেতনার ভরা দিকদর্শন
যার প্রভাবে মানে না সে আবহাওয়ার বৈরী ভাব
মনে আছে তার বাঁধনহারা স্বভাব
যে স্বভাব তাকে লড়াই করে বাঁচতে শেখায়
কষ্টের প্রহরে প্রাণ খুলে হাসতে শেখায়
অনন্ত পথ পাড়ি দিয়ে
নতুন করে আবারও স্বপড়ব দেখতে শেখায়
যে স্বপেড়বর মাঝে প্রাণ আছে
আবেগ আছে, উচ্ছ্বাস আছে
উচ্ছ্বাসের বুকে ঢেউ আছে, ছন্দ আছে
যে ছন্দের শিহরন আমার মনকে ছুঁয়ে যায় গভীরে।
মনের শিহরন মানে ভালোলাগার নাম
মনের শিহরন মানে ভালোবাসার নাম
সেই ভালোবাসার নদীতে সড়বান করে
আমি প্রতিদিন আসি এই দুনিয়ার হাটবাজারে
যেখানে সস্তায় সবকিছু বিক্রি হয়
বিক্রি হয় সততা নিষ্ঠা
বিক্রি হয় পুরো দেশটা
তবুও আমি হতাশ হয়নি
হয়নি দিশেহারা
হয়নি পাগলপারা
আমি রেখেছি দৃঢ় মনোবল
রেখেছি মনে আস্থা অবিচল
যে আস্থায় ভর করে
আমি পুনরায় জেগে উঠি
আমি নতুন করে স্বপড়ব দেখি
স্বপড়ব দেখি সুখী সমৃদ্ধ দেশের
যে-দেশে শিশুরা হাসে
মেঘের কোলে সূর্য হাসে
যে সূর্যের কিরণ আমার অন্তরকে উদ্ভাসিত করে চিরতরে।
আমি এমনটিই চেয়েছিলাম
আমি স্বপড়বময় এমন ভুবনেরই ভাবনায় ডুব দিয়েছিলাম
তাইতো আমি বারে বারে আসতে চাই
আসতে চাই এই দুনিয়ার বুকে
আসতে চাই সুখেদুঃখে
আলো-অন্ধকার ভালোমন্দের চাদরে মুড়িয়ে
আমি বারে বারে আসতে চাই এই ধরণির বুকে।