মনের সবটুকু আমিত্ব বর্জন করে
উন্মুক্ত আকাশের নিচে এসে দাঁড়ালাম
দাঁড়ালাম পৃথিবীর পথপ্রান্তরে
দাঁড়ালাম এই পৃি থবীর মানব সরোবরে
আমি যখন মানুষের দিকে তাকালাম
মানুষের সাথে মিশলাম
মানুষের সাথে হাসলাম গাইলাম
আমার হৃদয়টা স্বর্গীয় অনুভূতির
এক চাদরে ঢেকে গেল।
মনে হলো হিংসাবিদ্বেষ কী আমি জানি না
মারামারি হানাহানি কী আমি বুঝি না
বুঝি না মানুষকে কষ্ট দেওয়া
বুঝি না মানুষের অধিকার নষ্ট করা
মানুষের প্রতি অন্যায় অত্যাচারের
লেশমাত্র আমার অন্তরে সয় না।
সয় না অন্তরে মানুষে মানুষে দ্বন্দ্ব
সয় না অন্তরে মানুষে মানুষে সংঘাত
আমি বুঝি সংঘাতের পরিবর্তে ভালোবাসা
আমি বুঝি শুধুই মানুষকে ভালোবাসা
সেই চিরন্তন ভালোবাসার শপথ নিয়েই আমি বলছি
আমি অন্তর থেকে বলছি
আমি চিরদিন থাকতে চাই অসহায় মানুষের পাশে
আমি চিরদিন থাকতে চাই বিপদ্গ্রস্তদের কাছে
আনন্দে আবেগে বিরহ মিলনে আমি
আমি চিরদিন থাকতে চাই নিপীড়িতদের কাছে
অনুধাবন করতে চাই তাদের কষ্ট
অনুধাবন করতে চাই তাদের দুঃখ
তাদের যন্ত্রণার একরাশ অনুভূতি
অন্তরে ধারণ করে হতে চাই আমি রিক্ত।
আমি সেই রিক্ত হৃদয়ে
খাঁটি মানুষ হতে চাই
পরিপূর্ণ মানুষ হতে চাই
মানবিক মানুষ হতে চাই
বিবেকের আবরণে নিজেকে মুড়িয়ে
আমি মানবতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে চাই।
তাং০৭/১১/১৯ ইং, ঢাকা।