আমি চাই না ঝগড়াবিবাদ
চাই না সংসারে বিশ্বাসের ভেতরে খাদ
চাই শুধু আমি ভালোবাসা নিখাদ
চাই স্বর্গীয় ভালোবাসায় পূর্ণ এক জীবনের স্বাদ।
আমি বলিনি
আমি একাই পারব
সংসারে শান্তি আনতে
আমি একাই পারব
পৌঁছে যেতে সুখের দিগন্তে
এত দুঃসাহসও আমি করিনি
একাকী জীবনকে ভাবতে
ভাবিনি কখনোই তুমি ছাড়া জীবনের বাকি পথ চলতে।
কখনো আধো-আলোছায়ার বেশে
আবার কখনো পূর্ণিমার রাতে
আলোয় হেসে হেসে তুমি থেকেছ আমার পাশে।
আমি জানি
তুমি ছাড়া নেই আকাশে সুখের তারা
বিপদে-আপদে আমি হব দিশেহারা
দুঃখের সাগরে তরি বেয়ে সারাক্ষণ
নির্জনে কাটাব অনন্তযৌবন!
না না
আমি পারব না একা চলতে
পারব না অবসাদে দিন গুনতে
পারব না গুমরে গুমরে মরতে
হোক-না ঝগড়া পারব হাজারো সইতে।
জানি জেদি আমি
নির্লজ্জ আমি
দুর্বল আমি
তবুও সত্যবাদী আমি
সাহসী আমি