আমি কোনো এলিয়ন নয়,
নয় আমি অন্য কোনো গ্রহের মানুষ
আমি এই নীল গ্রহের মানুষ
এই পৃথিবীতেই আমার বাস
আমার বাস মানুষেরই অন্তরে
যুগযুগান্তরে এই দুনিয়ার পথেপ্রান্তরে।
আমি জানি এই দুনিয়ার রঙ্গমঞ্চে
লোভ-লালসা, কামনা-বাসনা
সবই দৈনন্দিন জীবনের অনুষঙ্গ,
জীবনের প্রয়োজন আছে
যত চাওয়াপাওয়া আছে সবকিছু
জোগাড় করতেই আমরা খুঁজি মানুষের শুধু সঙ্গ।
কাজেই মানুষকে ঢালাওভাবে কাউকে
খারাপ বা ভালো বলে কোনো লাভ নেই।
লাভ নেই মানুষের শুধুই ভুল ধরে
অথবা লাভ নেই অযথা মানুষকে খুশি করে,
প্রাপ্য সম্মানটুকু দিলেই তো মানুষের মন ভরে,
কিন্তু সকলের মন ভরে না
সকলকে খুশি করা যায় না
খুশি করা ঠিক না
শুধুই খুশি করা যায় নিজের বিবেককে,
শুধুই বিবেককে।