সেদিন আকাশজুড়ে বৃষ্টি হচ্ছিল
রিমঝিম বৃষ্টির শব্দে মনে উঠেছিল আনন্দের জোয়ার।
ভিজব দুজনে খোলা ছাদের নিচে নির্জনে
খুলে যাবে মনের যত বন্ধ দুয়ার, জীবন হবে দুর্নিবার।
হৃদয়ের আবেগ কে পারে রুধিতে
বহু আগেই মনে আমার জেগেছে সাধ শতবার।
আমি বৃষ্টির শব্দে নাচব তোমার সাথে
আনন্দের উল্লাস মনের দুকূল ছাপিয়ে স্রোতে
ভাসাবে আমাদের বহুবার।
নতুন ছন্দে মাতবে জীবন আমাদের
ফিরে পাব নব প্রভাতের নতুন ক্ষণ,
সুরভিত মন ও চঞ্চল যৌবন।
আকাশের বুকে গড়ব প্রাসাদ রঙিন
অজানা শিহরনে উঠবে ভরে তনু-মন,
প্রেম-যমুনায় করবে নোঙর ভরা যৌবন।
চেয়েছি পূরণ করতে মনের যত সাধ
কিন্তু পাইনি তোমাকে আপন করে কাছে,
রয়েছ যদিও তুমি আমার হৃদয়মাঝে।
কী জানি কবে আমার মিটবে মনের খায়েশ
নাকি অধরাই থেকে যাবে মনের সাধ যত সময়ের
গহিন অন্ধকারের ভাঁজে।