আধ্যাত্মিকতার ছোঁয়ায় বদলে যায় জীবনের উন্মুক্ত প্রাঙ্গণ
শান শৌকত চাকচিক্য  ফিকে হয়ে যায় আত্মশুদ্ধির আড়ালে
মোহাব্বতের নীল দরিয়ায় তুচ্ছ মনে হয় অর্থ সম্পদ বিত্ত বিভব
ইলমে লাদ্দুনির অনন্ত সাগরে সমাহিত হয় ফকিরির জীবন
তবুও মানুষ চাই সবকিছুই রাশি রাশি ভারা ভারা
দুনিয়ার মোহে চিরদিন পাগলপারা
ভাবনায় যাতনায় ও চেতনায় দিশেহারা
দেখেও দেখে না মহাকালের জয়রথ
অচিরেই হারিয়ে যাওয়া বার্ধক্যের ভয়াল মূর্তি
ক্ষমতা ,হুংকার ও অহংকারের করুণ পরিণতি
ভাবে না সীমালঙ্ঘনকারী চিরদিন জ্ঞানপাপী
বোঝে না আত্মকেন্দ্রিকতা ধর্ম হয়
বরং মানবতার সেবাই ধর্ম
যে সুমহান বানী নিয়ে যুগে যুগে আবির্ভূত হয়েছেন
নবী রাসুলগণ , অলি আউলিয়া গাউস কুতুবগণ
যাদের ছায়াতোলে মানুষ পেয়েছে
হেদায়তের জ্ঞান
মুক্তির বানী
অনন্তকালের দিশা