ব্যভিচারী

মোঃ মামুন মোল্যা

ঠোঁটের গোলাপ কিংবা অঙ্গ ঝরা পানি,

তোমার দেহ স্পর্শ করতে পারে;

শিশির বিন্দু পেয়ে আনন্দে উড়তে পারি;

ব্যভিচারী হয়ে তুমি ঘুরতে পারো মেঘের সঙ্গে!

কিন্তু! তাতে লাভ কি?

চিত্ত কপাট খুলতে যদি, আঁধার ঘনিয়ে আসে;

অস্ত যাও যদি, সূর্যের মত অন্য গগনে!

তবুও আঁধারের অভ্যন্তরে খুঁজিব হৃদয়,

কভু" ব্যভিচারী হতে দিব না তোমায়।

লেখা ১৭-২-২৩