সূর্যের কাছে চাঁদ

মো: মামুন মোল্যা

চাঁদ মামা বলছে হেসে

তুমি আমার ভাই,

সূর্য মামা বলছে রেগে

সত্যি কি তাই?

কত শত তোমার ক্ষমতা

তোমাকে সবে চাই,

ভাই না বলে উপায় আছে?

কারণ জানতে চাই?

বিশ্বে যাহা করেছে সৃজন

তোমার আলোয় বাঁচে,

আমায় পেয়ে আঁধার আলো

মহা আনন্দে নাচে।

তুমি গড়ে সব ক্ষমতায়

আমায় দিলে ভোট,

আমি তোমায় সব দিব

শক্ত মোদের জোট।

লেখা ২৫-৪-২৩