ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ

মো : মামুন মোল্যা

মুসলিম জাতি বীরের জাতী
ইতিহাসের পাতায় উজ্জ্বল,
আজ কেন তারা মার খায়
নেই কি তাদের ইমানি বল?

ইতিহাস বলে আমায় ডেকে
অস্ত্র জনবল ছিল কম,
কত শত যুদ্ধে এনেছে বিজয়
মোমিন যোদ্ধা মুনাফিক নয়।

মুসলিম যদি, হয় ভাই ভাই
এক আল্লা শেষ নবীর অনুসারী,
কোটি কোটি মুসলিম বিশ্ব ঘেরা
কি করে মারে ইসরাইল ফিলিস্তিনি?

লেখা ২৫-১০-২৩ রাত ১০টা ঢাকা পল্টন