কেউ তো থাকুক ফজর জুড়ে
ভাঙিয়ে দিবে ঘুম,
নামাজ শেষে ঘরের মাঝে
পরবে তেলাওয়াতের ধুম।


সারাদিনে কাজের ফাঁকে সে
দিবে সুখের পরশ,
প্রিয়তমার মুখটি যেন হায়
মনকে করবে সরস।


কেউ তো থাকুক যোহর জুড়ে
দিবে নামাজের তাড়া,
এমনি করে ঘরের মাঝে
মাতবে সুখের পাড়া।


অপরাহ্নের মিষ্টি আলো তাকে
দিবে সুখে ছায়া,
একটু আড়াল হলেই তবে
চোখে ঝড়বে মায়া।


কেউ তো থাকুক আসর জুড়ে
মাখিয়ে দিবে আতর,
জান্নাতেরই যে সুবাস পাব
প্রণয়ে আসবে আদর।


পরন্ত বিকেলে জমবে আলাপ
প্রণয় মাখা সুরে,
প্রশান্তিরা আসবে ছুটে হায়
দুটি হৃদয় জুড়ে।


কেউ তো থাকুক মাগরিব জুড়ে
বিদায় দিবে হেসে,
ঘরে ফিরে চায়ের আড্ডায়
বসবো দু'জন পাশে।


সন্ধ্যা বেলার চাঁদের আলোয়
হাঁটবো ধরে হাতে,
দখিনা হাওয়ায় মন ভুলাবে
হাসি ঠাট্টা একসাথে।


কেউ তো থাকুক এশা জুড়ে
দিবে ওযুর পানি,
তোয়ালেখানা এগিয়ে দিবে
দিবে যে সুরমাদানি।


অন্ধকারে তামাম ধরা হায়
ছেয়ে যাবে যখন,
দু'জন মিলে রবের জিকিরে
মশগুল হবো তখন।


গভীর রাতের আমল হবে
কবর ঘরের বাতি,
কেউ তো থাকুক আমার হয়ে
হবে জান্নাতের সাথী।