মৃত্যুর মিছিল চলছে মহাসাগরের বুকে;
সন্তান হারা মা কাঁদছে গভীর দুঃখে।
ছুটছে তরুণ সুন্দর জীবনের স্বপ্ন চোখে;
আছে কি শক্তি তারুণ্যকে রোখে?
সর্বস্ব দিচ্ছে তুলে দালালের হাতে;
জীবন বাজি রেখে ছুটছে তাদের সাথে।


নৌকায় করে জমাচ্ছে পারি মহাসাগর;
স্বপ্নের নেশায় বিভোর।
কখনো হারিয়ে দিসা নৌকা হয় অচল;
কখনো ইঞ্জিন বিকল।
ঘুরতে ঘুরতে শেষ হয় খাদ্য পানি;
সব অন্ধকার থাকে শুধু মৃত্যুর হাতছানি।


এ ভাবে না ফুটতে ঝরছে কত তারুণ্য;
পরিবারে হাহাকার চারধার শূণ্য।
যে হতে পারত পরিবারের অবলম্বন;
সে এখন স্মৃতি গভীর ক্রন্দন।
একটি স্বপ্নের মৃত্যু একটি বড় ভুল;
এমনি বিপথে ঝরে পড়ছে হাজার ফুল।
তারিখ: ২৩-০৪-২০২৪ ইং;