সাধুবেশে শয়তান গেয়ে চলে বৈষ্ণব গান;
অদ্ভুত শ্লোক হাওড়ায় মাঝেমাঝে অন্তর্ধান।
মুখে শোনায় কামিনী কাঞ্চনে নেই লোভ;
অদ্ভুত পোশাক কথায় কথায় ঝাড়ে ক্ষোভ।


ভাবধরে বিধাতা সনে সরাসরি যোগাযোগ;
তার সাথে বাড়াবাড়ি ভাগ্যে নামবে দুর্ভোগ।
সর্বরোগের মহৌষধ নিয়ে চলেন সর্বক্ষণ;
তার হাতের স্পর্শে ধন্য হবে মানব জীবন।


চিকিৎসা নামে ভ্রমরের বেশে লুটে নেয় মধু;
নিস্তার নেই তার কাছে বৃদ্ধা তরুণী কুলবধূ।
সুযোগ পেলেই হাত দেয় তরুণীর জঙ্ঘায়;
বললে কোন কথা চেলারা আক্রমণ চালায়।


অমৃত নামে খাওয়াইয়া দেয় নেশার বড়ি;
কুকর্মে জগতে সত্যি মেলে ভার তার জুড়ি।  
গৃহস্তকে সর্বস্বান্ত করে সর্বস্ব করে সে লুট;
সুযোগ মতো চম্পট পরনে তখন স্যুট বুট।


এমনি হাজারো শয়তান ঘুরেফিরে চারিধার;
সুযোগ পেলেই তোমারে করে দেবে ছারখার।
সময় থাকতে বন্ধু তোমায় হতে হবে সাবধান;
নইলে সর্বস্ব কেড়ে নেবে সাধু বেশে শয়তান।  
তারিখ: ১৮-০৩-২০২৪ ইং;