হৃদয়ের কথাটি আজও হয়নি বলা;
তাইতো মনটা হয়েছে উতলা।  
হৃদয়ের কথাটি আজও হয়নি বলা;
তাইতো মনটা হয়েছে উতলা।

ওগো মোর হরিণ নয়না;
আঁখির বানে দিওয়ানা করো না।
দহনো জালায় জ্বলছে হৃদয় খানা;
কেমনে তারে বল দেবো সান্তনা।
উতালা ফাগুন মনে দিচ্ছে দোলা
হৃদয়ের কথাটি আজও হয়নি বলা;
তাইতো মনটা হয়েছে উতলা।  


শান্ত সাগরে আজি উঠেছে ঝড়,
ভাসিয়ে নেবে বুঝি মোর সুখের ঘর।
ঢেউয়ের দোলায় দুলছে তরীখানা;
কেমনে দেব পারি সাঁতার নাই জানা।
উত্তল সাগরে সখি আমি একেলা,
হৃদয়ের কথাটি আজও হয়নি বলা;
তাইতো মনটা হয়েছে উতলা।  


গাছে গাছে ফুটেছে কত না ফুল;
তাহার পানে চেয়ে ভ্রমরা ব্যাকুল।
বসন্তের উতালা হাওয়া
হৃদয় মাঝে করে আসা-যাওয়া;
মিষ্টি হেসে সখি কাছে ডেকে নাও,
কোমল দুটি হাত বাড়িয়ে দাও।


বসন্ত বাতাসে সখি একা যায় না চলা,
হৃদয়ের কথাটি আজও হয়নি বলা;
তাইতো মনটা হয়েছে উতলা।  
তারিখ: ২৯-১২-২৩ ইং;