না পাওয়ার ব্যথা নিয়ে নহে হতাশা;
   মানুষ বেঁচে থাকে নিয়ে আশা।
         জীবন ফুরিয়ে যায়;
           আশা না ফুরায়।
    অশীতিপর বৃদ্ধ মৃত্য পথযাত্রী;
খোঁজে সূর্যোদয় কাটিয়ে আঁধার রাত্রি।


হতাশা মানুষকে করে তোলে বিপর্যস্ত;
   হতাশাগ্রস্থ জীবনের কাছে পরাস্ত।  
       দিবসে ঘনায় আঁধার রাত্রি;
         যৌবনে মৃত্যু পথযাত্রী।
   আশা নেই হতাশায় ঢাকা চারিধার;
কখনো কাটে না তাদের রাত্রির অন্ধকার।  

সুখ-দুঃখ উত্থান-পতন নিয়েই তো জীবন;  
    দুনিয়াটা নহে শুধুই শান্তি আবাসন।
         দুঃখ দেখে করিও না ভয়;
         দুঃখকে করতে হবে জয়।
   দুঃখ জয় করে যে ছিনিয়ে আনে বিজয়;
এই দুনিয়া মাঝে তার কীর্তিই স্মরণীয় হয়।


রোগ শোক বিয়োগ ব্যথায় নহে হায় হায়;
জীবন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চায়।
            চেষ্টা পরিশ্রম সাধনা;
          হোক জীবনের আরাধনা।
    এ পথেই পাবে খুঁজে জীবনের মানে;  
ভুলে গেলে চলবে না পরিশ্রম সৌভাগ্য আনে।
তারিখ: ২৫-০৪-২০২৪ ইং;