খুঁজে নিও সখি মোরে দক্ষিণা সমীরণে।
কানে কানে শুধাইব কথা অতি নিরজনে।
খুঁজে নিও সখি মোরে দক্ষিণা সমীরণে।
কানে কানে শুধাইব কথা অতি নিরজনে।

যখন গাছ গাছে ফুটিবে নানা রঙের ফুল;
মধু লোভে ভোমরা হয়ে উঠে আকুল।
প্লাবনে ভাসিয়ে নিবে প্রেম নদীর দুকূল;
সেথায় পাবে তুমি মোরে হবে না গো ভুল।


এসো প্রিয়া কইবো কথা গোপনে গোপনে।
খুঁজে নিও সখি মোরে দক্ষিণা সমীরণে।
কানে কানে শুধাইব কথা অতি নিরজনে।


ঝরঝর ঝরিবে যখন শ্রাবণও ধারা;
একেলা ঘরে উতোলা মন হবে পাগল পারা।
থাকিতে চাহেনা ঘরে মন প্রিয় বিনে।
ডাকিও তুমি মোরে সখি সেই মেঘলা দিনে।


পাবে মোরে প্রিয়া ডাকো যদি আকুল মনে।
খুঁজে নিও সখি মোরে দক্ষিণা সমীরণে।
কানে কানে শুধাইব কথা অতি নিরজনে।


রইব পাশে শরতের শুভ্র জোছনা রাতে;
চুপি চুপি কইব হৃদয়ের কথা এক সাথে।
তীব্র শীতে যদি ঘুম না আসে আঁখি মাঝে;
পাবে তুমি মোরে সারারাত সকাল সাঁঝে।  

যেখানেই থাকো তুমি আমি রবো তব সনে।
খুঁজে নিও সখি মোরে দক্ষিণা সমীরণে।
কানে কানে শুধাইব কথা অতি নিরজনে।
তারিখ: ১৭-০৪-২০২৪ ইং;