কৃষ্ণচূড়ার ডালে লেগেছে আগুন,
এই বুঝি ধরাধামে এলো ফাগুন।

ভ্রমরের গুনগুন, উতলা করে মন;
প্রাণে দেয় দোলা দক্ষিণা সমীরণ।

বন্ধু বিনে কেমনে কাটাব জীবন।