কপালে লাল টিপ পরনে ঢাকাই শাড়ি;
সামনে দাঁড়াল নিয়ে কাল গাড়ি।
এলো চুল কপোল ছুয়ে যায়;  
মাত্র কয়েক দন্ড দাঁড়াল সামনে হায়।
চাহনি যেন অর্জুনের হাতের শর;
হৃদয়টারে করে দিল সে এফোর ওফোর।


উত্তর দিক পানে চলে গেল গাড়িখানা;
তার নাম ঠিকানা আমার নেই জানা।  
তাকিয়ে রইলাম অপলক নয়নে;
এখনো খুঁজে ফিরি তারে নিরজনে।
সেতো ছবি হয়ে আছে এ মনে;
তার ও ছবিখানা দেখি স্বয়নে স্বপনে।


উত্তর পানে যাচ্ছো হে দক্ষিণা বাতাস;
খুঁজে দাও তারে সে আমার নিঃশ্বাস।
নিয়ে যাও চিঠি প্রিয়ার তরে;
চুপি চুপি দিও চিঠিখানা প্রিয়ার করে।  
বলিও তারে সংগোপনে,
আমার কাটেনা দিন-রাত প্রিয়া বিহনে।


দিওয়ানা হয়ে ঘুরছি আমি পথে পথে;
সে যেন এক্ষুনি আসে তোমার হাওয়ার রথে।  
  তারিখ: ০১-০৩-২০২৪ ইং;