সকাল দুপুর রাত্রি বেলায়
শ্রমিক ঝরায় ঘাম
কর্মে তাদের চর্ম শুকায়
পায়কি নায্য দাম।


শ্রমিক দিবস স্লোগান উঠে
মালিক শ্রমিক ভাই
ঘাম ঝরিয়ে ঘানী টানার
নায্য পাওনা চাই।


পয়লা মে আসলে পরে
সবাই মিলায় সুর
দিবসখানি বিদায় নিলে
মালিক হয় চোর।


শিশু দিয়ে ফায়দা লুটে
কাজ করায় রাতদিন
একটু ভুলে পিটায় তারে
ডিউটি থাকে সাতদিন।


পেটের দায়ে নারী শ্রমিক
পাথর ভাঙ্গে হাটে
নরম হাতে হাতুরি লেগে
আঙ্গুল তার ফাটে।


বুড়ো দাদা রিক্সা চালায়
আপন তাহার পর
কিছু টাকা ভাড়ার জন্যে
দেয় অনেকে চড়।


কবিতাটি পড়ে সবার
বিবেক যেন জাগে
শ্রমজীবির পাওনা দেবো
ঘাম শুকানোর আগে।


মে দিবসে শপথ করি
সবাই থাকবো সুখে
সব ভেদাভেদ দূরে ঠেলে
শ্রমিক টানবো বুকে।