একটুখানি সময় পেলে লেখছি কিছু
স্বপ্ন আমার কাব্য হতে লাগছে পিছু
মনের ভিতর অজানা সব স্বপ্ন ভাসে
স্বপ্নগুলো তাঁরার মতো সদাই হাসে।


স্বপ্নে আমি পারি জমাই আকাশপানে
মেঘপরীরা সেথায় গেলে কাছে টানে
চাঁদেরহাটে মায়ের জন্য কিনছি বালা
মাযে আমার বেঁচে থাকার হলো মালা।


স্বপ্নে হঠাৎ আমায় দেখি বাবা ডাকেন
কেঁদে বলি বাবা তুমি কোথায় থাকেন
কেন তুমি হারিয়ে গেলে আমায় ছেড়ে
আর কখনো আসবে না মোদের ঘরে।


বাবা বলেন খোকা তুমি ধৈর্য্য ধরো
আমায় তুমি দেখতে পাবে হলে বড়
রবের পথে জীবন তুমার গড়ো বাবা
রবের পথে সঙ্গে তুমি আমায় পাবা।