কেন এতো সূয্যি মামা
করলে তুমি রাগ
তোমার রাগে চতুর্দিকে
পুড়ছে যে গুলবাগ।


তোমার রাগে কৃষক পুড়ে
পুড়ে কৃষির মাট
তোমার রাগে পুড়ছে মাটি
হয় নাকো ধান পাট।


সূয্যি মামার রাগের সাথে
খোকন সোনাও রাগে
আদর দিয়ে ঘুম পারালে
ক্ষণিক পরেই জাগে।


তোমার রাগে শ্রমিক মজুর
যায়না কেহ কামে
তোমার রাগে রিক্সা শ্রমিক
প্রচুর দেখো ঘামে।


হঠাৎ কেন সূয্যি মামা
বাড়িয়ে দিলে তেজ
তেজে দেখো বন্ধ হলো
আনন্দের আমেজ।