প্রতিটি প্রহর কবিতার ভিতর
কাটেযে আমার বেলা
কবিতার ছন্দ মাথায় আমার
করে কিলবিল খেলা।


প্রতিটি ভোর মিনারের সুর
হৃদয়ে তোলে ঝড়
পাখির গানে আলোর স্নানে
উজ্বালা করে ঘর।


প্রতিটি সন্ধ্যা রজনীগন্ধা
ছড়ায়ে তাহার সুবাস
ফুল কাননে মৌমাছি ছুটে
মধু করে তারা চাষ।


প্রতিটি রাতে চাঁদের সাথে
তারা মিটিমিটি জ্বলে
জ্যোৎস্না আলো প্রতিটি ঘরে
সুখের প্রদীপ জ্বালে।