মদন আলীর অনেক টাকা
প্রবাস জীবন থাকে
অনেক দিনে দেশে আসে
বিয়ে করতে ফাঁকে।


মেয়ে হবে পরীর মতো
হবে না সে কালো
পরীর মতো মেয়ে পেলে
জ্বলবে ঘরে আলো।


মদন আলী মেয়ে পেলো
নেই যে তার মন
সারাক্ষণ মডেল সাজে
খুঁজে শুধু ধন।


মদন আলী চিন্তা করে
এ কেমনরে  রাঁধা
মন তার অনেক কালো
বাহির হলো সাদা।


বিয়ে করে মদন আলী
পড়ছে ভীষণ ফান্দে
বৌয়ের জ্বালায় দিনে রাতে
খাটে ঘুমাই কান্দে।


সাদা হলেই হয়না ভালো
বুঝলো মদন আলী
আঁধারের সাথে হয়ে থাকে
আলোর মিতালী।