কোথায় যেন হারিয়েছে
আমার সোনার গাঁ
গাঁয়ের চিত্র এমন যেন
গাঁয়ের ভীষণ ঘা।


গাঁয়ের পাশে ধলাই নদী
নেই যে বন্যার ডর
রূপ হারিয়ে জল হারিয়ে
বিশাল তাহার চর।


গাঁয়ে এখন হয় না খেলা
নেই যে খেলার মাঠ
পুকুর মাঝে হয় না ডুবা
নেই যে পুকুর ঘাট।


ভোর সকালে পাখপাখালি
গায়না এখন গান
বাঁশির সুরে রাখাল মাঝি
দেয়না মধুর তান।


দুঃখে কষ্টে থাকলে কেহ
হয়না এখন খোঁজ
স্বার্থের জন্য সবাই এখন
ঝগড়া বাধায় রোজ।


বন্দে আলীর গাঁয়ের দৃশ্য
এখন কোথাও নাই
স্মৃতি ঘেরা গাঁয়ের জন্য
অশ্রু ঝরে তাই।