পাখি-
ভোর সকালে গাছের ডালে কিচিরমিচির ডাকি
বলছে তারা সূর্য হাসে খুলো দুটি আঁখি।


ফুল-
রঙ্গীন সাজে সেজে দেখো ছড়িয়ে দেয় ঘ্রাণ
নিজের জীবন বিলিয়ে দিয়ে ভরায় সবার প্রাণ।


গগন -
নিযুত কোটি তারা দেখো গগন বুকে হাসে
তাহার বুকে স্বাধীন ভাবে মেঘবালিকা ভাসে।


চাঁদ-
জ্যোৎস্না রাতে চাঁদের আলো মন করে দেয় ভালো
চাঁদের আলো হারিয়ে গেলে জগত হয় কালো।


সূর্য -
ভোর সকালে সূর্য থেকে আলো আসে ছুটে
আলোর ছোঁয়ায় জগৎ হতে আঁধার যায় টুটে।