এই বন্ধন যেন হয় বটবৃক্ষের শিকড়ের মতো
এই বন্ধনে যে মিশে আছে অশ্রু ব্যাথা কতো শতো
জীবনের নব দিগন্তে রঙধনু যেন উজ্জ্বল হয়ে উঠে
মুক্ত পাখিরা যেন আনন্দে দিকবীদিকে ছুটে।


জীবন উদ্যানে ফুল ফুটুক অবিরত
সাজাও মনের মতো ছিঁড়না বাড়বে ক্ষত
ফুলের সুবাস নিতে পারো ভ্রমর হয়ে
এতে দু'জীবনে আসবে সুখ বয়ে।  


নতুন জীবন নতুন ভূবন সাজাও নতুন করে
হৃদয় পাঁজরকে হৃদয়ে রেখো আঁকড়ে ধরে
অন্ধকার শেষ হলো এখন শুধু আলোর হাসি
সঙ্গনী কে বলো দুঃখ কিসে চিরজীবন যাবো ভালবাসি।