তুমি করিম, তুমি রহিম, তুমি রহমান
তোমার কথায় সবি চলে, সবি তোমার দান
জীবন তুমি দিতে জানো, নিতে জানো প্রাণ
তোমার কথায় সাগর নদী চলে বহমান।


সকাল বেলা সূর্য উঠে করে আলো দান
রাতের বেলা চাঁদের আলো করে মহীয়ান
তোমার কথায় ফুল ফুটে ছড়িয়ে দেয় ঘ্রাণ
গাছগাছালি পাখপাখালি গায় যে তোমার গান।


তোমার দেয়া ভোরের বাতাস কাড়ে সবার মন
ভুবন মাঝে ছড়িয়ে আছে তোমার দেয়া ধন
তোমার হুকুম তামিল করে দিন চলে হয় রাত
সকল সৃষ্টি মধুর সুরে গায় যে সদা নাথ।