হে রাসুল (সাঃ) এসেছিলে সেই ধরায়-
যখন পৃথিবী পাপাচারের অন্ধকারে ছিলো  নিমজ্জিত
পাপাচারের সাগরে সাতার কেটেও মানব হতো না  লজ্জিত।
মানবেরা কাবাঘর উলঙ্গ হয়ে করতো জিয়ারত
বলতো তারা যা ইচ্ছা করে নাও, হবে না কোন কিয়ামত।
কন্যা সন্তান জন্ম নিলে করতো জীবন্ত দাফন
অবৈধ ভাবে মেয়েদের সাথে করতো রাত্রি যাপন।
খুন ও রাহাজানি ছিলো তাদের নিত্য সঙ্গ
লুটপাট, হাঙ্গামা ছিলো তাদের নিত্য রঙ্গ।


হে রাসুল ( সাঃ) তোমার আগমনে-
পাপাচারের অন্ধকার বিলিন হয়ে উঠিল ভোরের রবি
সমাজের সকল অন্যায় অত্যাচার দুরিভুত হলো সবি
শান্তির বার্তা পৌছে গেলো ধরণীর সবখানে
ধরণী ছাড়িয়া উৎসব চলিলো আকাশপানে।
    
হে রাসুল (সাঃ) তোমার আগমনে-
    জাহেলিয়াতের পথ হলো রুদ্ধ
     মানবেরা হলো পরিশুদ্ধ
     বন্ধ হলো খুন ও রাহাজানি
     মিনারে ভাসিল রবের বাণী।


হে রাসুল (সাঃ) তোমার আগমনে-
     মানব পেলো সর্বোচ্ছ সম্মান
     ধরণী হলো রহমতে মহীয়ান
তোমার ত্যাগে প্রতিষ্টিত হলো খোদার কালাম
হে রাসুল(সাঃ) তোমায় জানাই লাখো সালাম।