এই যে আমার লক্ষি খোকা
তুই যে আমার প্রাণ
মন দিয়ে শুনো মায়ের কথা
গুরুজনে করো সম্মান।


মায়ের মুখে হাসি যদি
দেখতে তুমি চাও
দুষ্টুমি সব দূরে ঠেলে
পড়াতে মন দাও।


খেলার সময় খেলা কর
পড়ার সময় পড়া
এভাবেই যদি রুটিন কর
জীবন যাবে গড়া।


মানবের কল্যাণে জীবন গড়
দুখিদের দাড়াও পাশে
তোমার কর্মে পিতামাতা যেন
সুখের সাগরে ভাসে।