স্রষ্টা আছে মানতে চায়না
নাস্তিকে
কখনো তাই ভয় পায়না
শাস্তিকে।


নাস্তিক যারা বলে তারা
পাপ কি
ধর্ম মেনে চললে বলো
লাভ কি?


আল্লাহ যদি নাই থাকেন
শাস্তি কি
মানুষ নয়তো পশু আমি
তাতে কি?


নাস্তিক যারা আখেরাতে
বিশ্বাস নাই
তার কথাতে মারলে তারে
বিচার নাই।


মরার পরে আল্লাহ যদি
মিলে যায়
নাস্তিক হলে তখন বলো
কি উপায়?


আস্তিক যারা তখন সবাই
পাবে ছাড়
নাস্তিক যারা স্রষ্টার কাছে
খাবে মার।


স্রষ্টা ছাড়া আস্তিক নাস্তিক
এক সমান
স্রষ্টা মিললে আস্তিক যারা
লাভবান।